আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাভারে কৃষকদের মাঝে, কৃষি উপকরণ বিতরণের মধ্য দিয়ে চ্যানেল আই-এর জন্মদিন পালন

আসাদুজ্জামান খাইরুল-বিশেষ প্রতিনিধি:

চ্যানেল আই-এর জন্মদিন উপলক্ষে কেক কেটে ও সাভারের স্থানীয় কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণের মাধ্যমে চ্যানেল আই-এর ২৩তম জন্মদিন পালন করা হয়।

 

জন্মদিনের অনুষ্ঠান ও আলোচনা সভাটি আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিটন এর সঞ্চালনায়, আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসাইন জয়ের সভাপতিত্বে, প্রেসক্লাবের হলরুমে সকাল ১০টায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়।

 

এ সময় আলোচনা সভায় প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নিবার্হী কর্মকর্তা মাজহারুল ইসলাম ও সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা:সাইমুল হুদা।

 

আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা নিবার্হী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন বর্তমানে গণমাধ্যমকে ব্যবহার করে অনেকেই অপসাংবাদিকতা করছেন। আইনগতভাবে দোষী সাব্যস্ত হওয়ার আগেই, গণমাধ্যমকে ব্যবহার করে নির্দোষীকে দোষী সাব্যস্ত করছে কিছু কিছু হলুদ সাংবাদিক। সাংবাদিকতায় গঠনমূলক সমালোচনা ও নির্দেশনা থাকতে হবে, তবেই সেটি মূল ধারার সাংবাদিকতা বলে বিবেচিত হবে। চ্যানেল আই একটি মূল ধারার সংবাদমাধ্যম বলে তিনি মন্তব্য করেন। চ্যানেল আই এর বিগত দিনের গৌরবোজ্জ্বল অতীত স্মরণ করে কৃষি খাতে বিশেষ অবদান রাখায়, চ্যানেলের উত্তরোত্তর মঙ্গল কামনা করেন তিনি।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া প্রেসক্লাবের উপদেষ্টা, ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম। প্রোকৌশলি, রবিউল ইসলাম । আশুলিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক যুগান্তরের আশুলিয়া প্রতিনিধি, মেহেদী হাসান মিঠু। শিমুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম মামুন। গন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ফরহাদ হোসেন। শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি, আমির হোসেন জয়।

আলোচনা সভায় অতিথি বৃন্দ চ্যানেল -আই এর বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও দেশের কৃষি খাতে বিশেষ অবদান রাখায়, প্রশংসা করেন। এবং চ্যানেল -আই এর সমৃদ্ধি কামনা করেন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap