আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনা আক্রান্ত

পাবনায় করোনা আক্রান্ত হয়ে এক দিনে আরও তিনজনের মৃত্যু

সোহের রানা, পাবনা প্রতিনিধি:

পাবনায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদরের ২ জন এবং ঈশ্বরদী উপজেলার ১ জন রয়েছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর বিষয়টি এড়িয়ে যান।

সোমবার (৫ জুলাই) দুপুর থেকে মঙ্গলবার (৬ জুলাই) দুপুর পর্যন্ত পাবনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে মারা যান ২ জন। আর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরেকজন। ২৪ ঘণ্টায় জেলায় ১৮৬ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।

এদিকে পাবনা জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু নিশ্চিত হলেও অজ্ঞাত কারণে তথ্য নিয়ে লুকোচুরি করছে হাসপাতাল প্রশাসন। হাসপাতালের একটি নির্ভরযোগ্য সূত্র করোনায় ২ জনের মৃত্যু নিশ্চিত করলেও ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ও আবাসিক মেডিকেল অফিসার মৃত্যুর বিষয়ে কিছু জানেন না বলে জানান।

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের দায়িত্বশীল একটি সূত্র জানায়, পাবনা সদর উপজেলার তারাবাড়িয়ার দায়েন উদ্দিনের স্ত্রী রাশিদা খাতুন (৬০) ও সদর পৌর এলাকার নিজাম উদ্দিনের ছেলে আরজু (৪৫) করোনা ইউনিটে মারা গেছেন। আরেকজন রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত ব্যক্তির বাড়ি ঈশ্বরদীতে হলেও তার নাম-পরিচয় জানা যায়নি।

সূত্রটি জানায়, হাসপাতালে চিকিৎসাধীন দুইজনের করোনা পজিটিভ না হলেও উপসর্গ ছিল। করোনা সংক্রান্ত তথ্য সরবরাহের জন্য দায়িত্বপ্রাপ্ত পাবনা জেনারেল হাসপাতালের পরিসংখ্যানবিদ সোহেল রানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মৃত্যু হয়েছে। তবে তথ্য দেওয়া নিষেধ আছে হাসপাতাল কর্তৃপক্ষের। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এসএম জাহিদুল ইসলাম বলেন, করোনায় হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। তিনি করোনা ইউনিটের দায়িত্বরত চিকিৎসকের সঙ্গে আলাপ করে জানান, করোনায় কোনো মৃত্যু সার্টিফিকেট ইস্যু করা হয়নি। সংশ্লিষ্ট বিষয়ে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেননি পাবনা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ডা. সালেহ মোহাম্মদ আলী। তবে বিকল্পভাবে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মৃত্যুর বিষয়টি এড়িয়ে যান।

হাসপাতালের প্রধান সহকারী রহুল আমিন বলেন, সাংবাদিকদের তথ্য দিতে নিষেধ করেছেন সহকারী পরিচালক। কোনো তথ্য জানার প্রয়োজন হলে সহকারী পরিচালকের সঙ্গে কথা বলতে হবে।

জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় সোমবার দুপুর ১২টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ৬৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন মারা যান।

এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৯৫১ জন। মারা গেছেন মোট ২৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৬৯৬ জন। বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ১৮১২ জন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap