আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

আশুলিয়ায় দিন দুপুরে ঘরের তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

বিশেষ প্রতিনিধি-

আশুলিয়া দক্ষিণ গাজীরচটের দুদুর মোড় এলাকায় দিন দুপুরে ফ্লাট বাসায় তালা ও আসবাবপত্র ভেঙ্গে নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট।

সোমবার বিকেল তিনটা থেকে পাঁচটার মধ্যে প্রবাসী কামাল শেখের(৫৫) পাঁচতলা বাড়ির নিচতলার ভাড়াটিয়ার ফ্লাটে ঘটনাটি ঘটে।

ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া হারুন অর রশিদ(৪৭) এর স্ত্রী আশানুর বেগম বলেন, আমাদের দেশের বাড়ি সিরাজগঞ্জের কাজিপুর থানার, সীমান্ত বাজার গ্রামে। আমরা পাঁচ মাস হলো এ বাসায় উঠেছি। আমার স্বামী এফ এন এফ গার্মেন্টস নামক একটি পোশাক কারখানার সিকিউরিটি অফিসার হিসেবে কাজ করে। এবং আমি এন বয় গার্মেন্টসে কাজ করি, দুজনেই কর্মস্থলে থাকায়, দুস্কৃতিকারীরা এই সুযোগে বাসার তালা ভেঙে ও আসবাবপত্র ভেঙে আমার চার ভরি স্বর্ণ ও নগদ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

 

আশানুর বেগম আরো বলেন বাসার সিসি ক্যামেরা থাকলেও সিসি ক্যামেরার রেকর্ড নেই বলে বাড়িওয়ালা বলছেন। একই বাসায় উপরের তলায় এর আগেও এরকম ঘটনা ঘটেছে এবং জানালা দিয়ে মোবাইল চুরির ঘটনাও ঘটে অহরহ। দিন দুপুরে এ ধরনের ঘটনায় আমরা আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছি।

বাড়ির মালিক প্রবাসী হারুন-অর-রশীদের (৫৫) কাছে সিসি ক্যামেরার ব্যাপারে জানতে চাইলে বলেন, ক্যামেরা ভালো থাকলেও ১০/১২ দিন আগে, বজ্রপাতে ক্যামেরার রেকর্ডার নষ্ট হয়ে যায় কিন্তু আমরা বুঝতে পারিনি। তাই ক্যামেরার কোন রেকর্ড পাইনি।

 

অত্র এলাকার সাবেক যুবলীগ নেতা ও ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি পদপ্রার্থী নাজমুল আলম মিরন বলেন আমাদের এলাকায় এ ধরনের ঘটনায় আমরা চিন্তিত। এতে বোঝা যাচ্ছে আমাদের এলাকার শৃঙ্খলা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এভাবে চুরি-ডাকাতি বেড়ে যাওয়ায় আমাদের এলাকার ভাড়াটিয়া সহ আমরা বাড়িওয়ালারা চিন্তিত।

 

এলাকার স্থানীয় আব্দুল আজিজ ক্ষোভ প্রকাশ করে বলেন ক্যান্টনমেন্ট এর মতো একটি গুরুত্বপূর্ণ এলাকার পার্শ্ববর্তী এলাকা হওয়া সত্ত্বেও, কিছুদিন পরপর এই ধরনের ঘটনা ঘটতে থাকে। আমরা সরকার ও পুলিশ প্রশাসনের কাছে দাবি করছি তারা যেন এ বিষয়ে অতি শীঘ্রই পদক্ষেপ নেন, যাতে আমরা এই ধরনের আতংক থেকে নিস্তার পাই।

 

এ বিষয়ে আশুলিয়া থানার এস আই ইকবাল বলেন আমাদের কাছে ভুক্তভোগী রাত ০৮:০০ পর জানিয়েছে। আমরা ঘটনাস্থলে পরিদর্শন করতে যাচ্ছি। ঘটনাস্থল পরিদর্শন শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap