আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

সুজানগরে মা ইলিশ সংরক্ষণে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

সোহেল রানা, পাবনা প্রতিনিধি:

পাবনায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ৪ অক্টোবর ২০২১ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত পদ্মা নদীতে ইলিশ মাছ শিকারে সমর্পণ নিষেধ। ২০২১-২২ আর্থিক সালে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। তেশরা অক্টোবর ডকুমেন্ট ৩ই অক্টোবর রোববার বিকেলে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া পদ্মা নদীর পাড়ে কাঞ্চন পার্ক সংলগ্ন মা ইলিশ সংরক্ষণে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী।

উপজেলা মৎস্য কর্মকর্তা নুর কাজমীর জামান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস এম সামসুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার।

অনুষ্ঠান পরিচালনা করেন, সহকারী মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম। অনুষ্ঠানে পদ্মা পাড়ের মৎস্যজীবী ও স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap