আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

নারী অভিবাসীর নিরাপদ বিনিয়োগ ও সঞ্চয় বিষয়ক প্রশিক্ষন

সীমান্ত সিরাজ-

বাংলাদেশী অভিবাসী মহিলা শ্রমিক এসোসিয়েশন (বমসা)’র আয়োজনে গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা’র অর্থায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় নারী অভিবাসী কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা বৃদ্ধিকরণ প্রকল্পের অধিনে প্রত্যাবাসী মহিলা শ্রমিকদের নিরাপদ বিনিয়োগ ও সঞ্চয় বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে ঢাকার সাভারের গ্রীন ফ্রেশ রেস্টুরেন্টে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষন কার্যক্রম উদ্বোধন করেন সাভার উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ শিবলীজ্জামান ।এ সময় অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন সংস্থা এদেশ এর নির্বাহী পরিচালক সুব্রত দে ও বিশিষ্ট ব্যাংকার সাইদুর রহমান ।

বমসা’র প্রোগ্রাম অফিসার প্রবীর কুমার বিশ^াস এর স্বাগত বক্তব্যের পর বমসা’র প্রকল্প সমন্বয়ক সুলতানা পারভীন প্রশিক্ষন সম্পর্কিত ধারনাপত্র উপস্থাপন করেন। প্রধান অতিথি তার বক্তব্যে নারীর নিরাপত্তা ও নিরাপদ অভিবাসনের জন্য অধিকার সম্পর্কে জেনে নারীকে দক্ষ হয়ে বিদেশ যাওয়ার উপর গুরুত্বারোপ করেন। প্রত্যাবাসী মহিলা শ্রমিকদের উপার্জিত টাকা নিরাপদ জায়গায় বিনিয়োগ ও সঞ্চয় করতে এবং সঠিক তথ্য জেনে ও বুঝে বিদেশ যাওযার পরামর্শ দেন।

প্রশিক্ষনে নিরাপদ অভিবাসন,অভিবাসনের ধাপসমূহ,বিনিয়োগ কি, বিনিয়োগ কিভাবে করতে হবে,করলে কি লাভ,সঞ্চয় কি,সঞ্চয়ের প্রয়োজনীয়তা, নারী অভিবাসী কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তাছাড়া প্রশিক্ষনে অভিবাসনের বর্তমান চিত্র, নারী অভিবাসনের বাধাসমুহ ও স্থানীয় সরকারের করণীয়, নিরাপদ অভিবাসনে সরকারের করনীয়, ফেরত আসা অভিবাসীদের পূর্নবাসনে সমাজসেবা অফিসের করনীয়, নারী অভিবাসনের ইতিবাচক ভূমিকা নিয়ে বিস্তারিত ধারনা দেয়া হয়।

প্রশিক্ষন কার্যক্রমটি পরিচালনা করেন প্রকল্প সমন্বয়ক সুলতানা পারভীন,এসময় তাকে সহযোগিতা করেন বমসা’র ফিল্ড অফিসার এলিস আক্তার ও ফিল্ড মোবিলাইজার শ্হানাজ আক্তার। মোট ২৫ জন ফেরত নারী অভিবাসী এ প্রশিক্ষনে অংশ নেন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap