আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে আনন্দর‌্যালী, দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

বিশেষ প্রতিনিধি-

বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রাণপ্রিয় জ্যেষ্ঠ কন্যা, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্য, সারা দেশের ন্যায় আশুলিয়ায় বর্ণাঢ্য র‌্যালী, দোয়া ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ এর মাধ্য দিয়ে জন্মদিনটি পালন করা হয়।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান সভাপতি তিনি।

একই দিন কেন্দ্রীয়ভাবে বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়াও দেশের বিভিন্ন সংগঠন ও সাধারণ জনগণ নিজ উদ্যোগে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করে।


এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে আশুলিয়ার ছয়তলা এলাকায় মানবিক বাংলাদেশ সোসাইটি আশুলিয়া শাখার  উদ্যোগে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার শুভ জন্মদিনটিকে স্মরণীয় করে রাখতে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালী, দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজন করে।

মানবিক বাংলাদেশ সোসাইটি আশুলিয়া শাখার বিশাল এই বর্ণাঢ্য র‍্যালিটি বিকেলে আশুলিয়ার জামগড়া ফ্যান্টাসি এলাকায় প্রদক্ষিণ শেষে। প্রায় তিন শতাধিক অসহায়, দুস্থ মানুষ ও এতিম শিশুদের নিয়ে মহান আল্লাহর দরবারে দেশ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মঙ্গলকামনায় দোয়া মোনাজাত করে, খাবার বিতরণ করে।

এসময় আশুলিয়া থানা মানবিক বাংলাদেশ সোসাইটির আশুলিয়া থানার সভাপতি মোঃ সোহেল সরকার, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সহ-সভাপতি মোহেদী হাসান, সাংগঠিনক সম্পাদক রনি ভূইয়া ও দপ্তর সম্পাদক পবিত্র দাসসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap