আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা 

বিশেষ প্রতিনিধি-

ঢাকার সাভারে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার সকালে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয় ।

ব্র্যাক জেলা সমন্বয়কারী মোঃ বজলুর রসিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুন্নাহার, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ শিবলীজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার জাহান, সাভার উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস রোকেয়া হক,মানবাধিকার ব্যক্তিত্ব, বিশিষ্ট আইনজীবি ও মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের সভাপতি এ্যাডভোকেট নজরুল ইসলাম,সাভার প্রেসক্লাব এর সাাধারন সম্পাদক গোবিন্দ আচার্য,বিশিষ্ট কবি ও গবেষক মুহাম্মদ শামসুল হক বাবু, বঙ্গবন্ধু কিন্ড্রাগার্টেৃন স্কুল এন্ড কলেজ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর চেয়ারম্যান মো: কাবুল মিয়া ।এছাড়া অভিবাসনের সাথে সম্পৃক্ত সাংবাদিক,জনপ্রতিনিধি, ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বেসরকারী সংস্থার প্রতিনিধি, ব্র্যাক কর্মী, বিদেশ-ফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ঢাকা রিইন্ট্রিগ্রেশন সার্ভিস সেন্টার ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন এর সঞ্চালনায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর আব্দুল্লাহ মুহাম্মদ কুরাইশী।

আলোচনায় অংশ নিয়ে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের সেবা সম্পর্কে আলোচনা করেন সাভার প্রেসক্লাব সাাধারন সম্পাদক গোবিন্দ আচার্য। তিনি তৃণমুল পর্যায় থেকে সচেতনতা বৃদ্ধির দাবী জানান। মহিলা বিষয়ক কর্মকর্তা তার দপ্তরের কিছু ট্রেনিং বিদেশ ফেরত নারীদের ফ্রিতে প্রদান করবেন বলে প্রতিশ্রুতি দেন।

প্রশ্নত্তোর পর্বে অভিবাসন সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ঢাকা রিইন্ট্রিগ্রেশন সার্ভিস সেন্টার ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম ব্র্যাক সহ অন্যান্য এনজিও ও সরকারী প্রতিষ্ঠানকে বিদেশ ফেরত অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানান। বিদেশে যাওয়ার পুর্বে অবশ্যই প্রশিক্ষণ নিয়ে বিদেশে যাওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি দালালের মাধ্যমে বিদেশ না গিয়ে বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে জেনে বুঝে বিদেশে যাওয়ার জন্য পরামর্শ দেন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap