আজ ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আওয়ামী লীগের সাবেক এমপির

সরকারি জমি দখল করে আওয়ামী লীগের সাবেক এমপির অবৈধভাবে মার্কেট নির্মাণ

সোহেল রানা, পাবনা প্রতিনিধি:

পাবনার নগরবাড়িতে সরকারী জমিতে সাবেক সাংসদ খন্দকার আজিজুল হক আরজুর গড়ে তোলা অবৈধ বাজার নিয়ে তদন্তে নেমেছে মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশে গঠিত তদন্ত দল।

২৭শে সেপ্টেম্বর সোমবার বিকেলে রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আব্দুল মান্নানের নেতৃত্বে তদন্ত কমিটি সরেজমিনে বাজারটি পরিদর্শন করে সংশ্লিষ্ট সরকারী দপ্তর ও স্থানীয়দের বক্তব্য শোনেন। এ সময় দোকান মালিক ও সাবেক সাংসদ আরজু বাজার নির্মাণের স্ব-পক্ষে কোন বৈধ দলিলাদি উপস্থাপন করতে পারেননি।

তদন্তের বিষয়ে বিস্তারিত না জানালেও দ্রুততম সময়ে তদন্ত প্রতিবেদন দেয়া হবে বলে জানান, তদন্ত দলের প্রধান। নগরবাড়ী ঘাটে যমুনা নদী পাড়ের সড়ক ও জনপদ ও খাস খতিয়ানের ৮ একর জমি দখল করে এমপি বাজার নামে অবৈধ বাজার গড়ে প্লট বিক্রি করেছেন পাবনা ২ আসনের সাবেক সাংসদ খন্দকার আজিজুল হক আরজু।

এ নিয়ে এটিএন নিউজসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রচার হলে তদন্ত কমিটি গঠন করে মন্ত্রী পরিষদ বিভাগ। উল্লেখ্য, সাবেক সাংসদ খন্দকার আজিজুল হক আরজুর ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পযর্ন্ত পাবনা-২ আসনের এমপি ছিলেন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap