আজ ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ট্রেন চলাচল শুরু

রাজশাহী পাবনা রুটে ট্রেন চলাচল শুরু

সোহেল রানা, পাবনা প্রতিনিধি:

চার ঘণ্টা পর পাবনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে টেবুনিয়া রেলওয়ে স্টেশনে রাজশাহীগামী আন্তঃনগর ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়। পরে দুপুর ২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন বাংলা পেপার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার সকালে পাবনার ঢালারচর রেলওয়ে স্টেশন থেকে ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসে। পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম বলেন, বিকল হওয়ার প্রায় চার ঘণ্টা পর বিকল্প ইঞ্জিন দিয়ে আমরা ট্রেনটি চালানোর ব্যবস্থা করেছি। এ রুটে এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap