ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় ফিরোজ হোসেন (৪০) নামে এক শিক্ষক নিহত হয়েছে। ২৫শে সেপ্টেম্বর শনিবার দুপুর ২টায় ঈশ্বরদী কুষ্টিয়া সড়কের জয়নগর শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফিরোজ হোসেন মিরকামারী গ্রামের হারেজ উদ্দিন প্রামাণিক এর ছেলে ও মিরকামারী রোজ বার্ড কিন্টারগার্ডেনের শিক্ষক।
প্রত্যক্ষদর্শীরা জানায় ফিরোজ হোসেন মোটরসাইকেল নিয়ে জয়নগর শিমুলতলাকুষ্টিয়া ইশ্বরদী সড়কে ওঠার সময় ট্রাকের ধাক্কায মাথায় গুরুতর আঘাত পায়।স্থানীয় প্রথমে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
অবস্থা অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে ফিরোজ হোসেনে মৃত্যু হয়।