সদর উপজেলার মালিগাছায় পুলিশের ধাওয়ায় মজিবুর রহমান (৬৫) নামে এক মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। মজিবুর রহমান মালিগাছা বাজারের বাসিন্দা। তবে পুলিশের ধাওয়ায় মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে এমন অভিযোগ অস্বীকার করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।
তিনি বলেন, পুলিশের ধাওয়ায় নয় বরং তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বিকেলে চৌকিদাররা তার বাড়িতে গিয়েছিল। পরে রাত ৯টার দিকে শুনি, তিনি মারা গেছেন। তার মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও বলেন, মজিবুর রহমান এলাকায় চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে সদর থানায় কমপক্ষে ছয়টি মাদক মামলা রয়েছে।
স্থানীয়রা জানান, মজিবুর রহমান মালিগাছা বাজারের পাশে নিজ বাড়িতে দীর্ঘ দিন ধরে মাদক সেবনের আখড়া তৈরি করে সেবন ও বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনার রাতে ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মজিবুর রহমান। বাড়ির অদূরে ইছাহাকের ঢালে গিয়ে পড়ে যায়। পরে লোকজন খোঁজ করে ওই স্থান থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।