ঈশ্বরদীর পাকশীতে পদ্মানদীর তীরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প (আরএনপিপি) পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। এরপর রূপপুর পারমাণবিক প্রকল্পের নিরাপত্তাসহ বেশ কিছু বিষয় নিয়ে মত মত বিনিময় সভায় আলোচনা করা হয়।
আজ ২১ শে সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে ঈশ্বর্দী বিমান বন্দরে অবতরণ করে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে গাড়ির বহর নিয়ে সড়ক পথে প্রকল্পে যান। পরে প্রকল্পের ভিতরে এএসই কার্যালয়ের কনফারেন্স রুমে প্রকল্পের রাশিয়ান কর্মকতা, কেবিনেট সচিব, পুলিশের আইজি, সেনাকর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।
এ সময় কেবিনেট সচিব আনোয়ারুল ইসলাম, পুলিশের আইজি বেনজীর আহমেদ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প (আরএনপিপি) নির্মাণ ঠিকাদার রাশিয়ার রসাটমের এটোমস্ট্রোয়এক্সপোর্ট (এএসই) বিভিন্ন পর্যায়ের উর্দ্ধতন কর্মকর্তাসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রূপপুর প্রকল্পের সাইট অফিসের ইনচার্জ কে বি এম রুহুল কুদ্দুস জানান, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রকল্প পরিদর্শনের বিষয়টি সম্পূর্ণরুপে সরকারি কর্মসূচি ছিলো। পুরো বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসন নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করেছেন।
আরএনপিপি ও স্থানীয় আওয়ামীলীগ সুত্র মতে, রূপপুর প্রকল্পে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজি, কেবিনেট সচিবসহ উর্দ্ধতন কর্মকর্তাদের আগমন উপলক্ষ্যে ঈশ্বর্দী থানার মনোরম পরিবেশ বৃদ্ধি করা হয়, ঈশ্বর্দী বিমান বন্দর থেকে রূপপুর প্রকল্প পর্যন্ত সকাল ৯ টা থেকে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়। পুরো ১৫ কিলোমিটার রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে রাখা হয়।
তবে স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুর প্রকল্প পরিদর্শন কর্মসূচিতে স্থানীয় এমপি, আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়নি। কারও সঙ্গে স্বাক্ষাতকার দেননি স্বরাষ্ট্রমন্ত্রী। তবে মতবিনিময় সভায় আরএনপিপির নিরাপত্তা, নিরাপত্তা ফোর্স বেজ নির্মাণসহ নিরাপত্তামুলক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।