গত কাল ২০/০৯/২০২১ইং তারিখ ১৯ঃ৪০ঘটিকা সময় বেড়া মডেল থানার এসআই মোঃ এস এম আব্দুল গফুর এসআই সাদিক উদ্দিন এ এসআই মোঃ কামাল হোসেন ফোর্সসহ থানার বিভিন্ন এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল, অভিযান ডিউটি করা কালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, বেড়া থানাধীন নতুন ভারেঙ্গা বাজারস্থ মোর মড় সংলগ্ন এলাকায় প্রসিদ্ধ মাদক ব্যবসায়ী মাদক বিক্রয় করিতেছেন।
উক্ত সংবাদের ভিত্তিতে অফিসার্স ইনচার্জ কে অবগত করিয়া ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ লিটন শেখ পিতা মৃত ফজলুল হক গ্রাম পাই খন্দ নতুন পাড়া থানা বেড়া জেলা পাবনা ৪০০ পিস নিষিদ্ধঘোষিত ইয়াবাসহ গ্রেফতার পূর্বক থানায় আসিয়া হাজির হইয়া এজাহার দাখিল এর সচেষ্ট রয়েছে।