আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

বিষ প্রয়োগে

সাঁথিয়ায় পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার ক্ষতি

সোহেল রানা, পাবনা প্রতিনিধি:

পাবনা জেলার সাঁথিয়া উপজেলা পৌরসভাধীন নওয়ানী গ্রামে নাজমা বেগমের প্রায় দেড় বিঘা পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।

বুধবার দিবাগত রাতে ১২টার দিকে এ ঘটনাটি ঘটে। সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় নাজমা বেগম বাদী হয়ে কয়েকজনের নাম উল্লেখ করে সাঁথিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

নাজমা বেগম জানান, সপ্তাহ খানেক আগে আমার পার্শ্ববর্তী এলাকায় জুয়া খেলার অপরাধে কয়েকজনকে পুলিশ আটক করে জেল হাজতে প্রেরণ করে। তারা মনে করেছে যে পুলিশকে আমি খবর দিয়েছি। এজন্য তাদের ধরে নিয়ে গেছে। তারা জেল থেকে বের হয়ে এসে আমাকে দেখে নেয়ার হুমকি দেয়। তিনি বলেন, বসত বাড়ির পাশেই পুকুর হওয়ায় আমি প্রতি রাতেই জানালা খুলে দেখি কেউ কোন ক্ষতি করে কিনা। বুধবার দিবাগত রাত ১২টার দিকে পুকুরের পানির শব্দ পেয়ে জানালা খুলতেই দেখি এলাকার লিটন, শাহীন, নুর আলম, শফিকুল, মঞ্জুকে পুকুরের আশপাশে ঘুরছে। তখন থেকেই আমার সন্দেহ হয়। সেই সন্দেহ নিয়েই আমি ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার সারা পুকুর মরা মাছ ভেসে উঠে পুকুর সাদা হয়ে আছে। এতে আমার প্রায় ৫ লক্ষাধীক টাকা ক্ষতি সাধন হয়েছে। আমি এর বিচার চাই।

সাঁথিয়া থানা অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap