গত বুধবার রাতে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অগ্রণী ব্যাংকের কর্মকর্তা মোখলেস সাহেব ঈশ্বরদী কলেজ রোড থেকে ছবির বয়োজেষ্ঠ মহিলাকে রাস্তা থেকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং তাৎক্ষণিক স্থানিয় মানবিক ব্যক্তিদের অবহত করেন। তার অস্পষ্ট কন্ঠে যতদূর আচ করা যায়, তার বাসা নীলফামারী জেলার #রণচণ্ডী নামক ইউনিয়নে এবং তার মেয়ের বিয়ে দিয়েছে পার্শ্ববর্তী বর্ডার এলাকা বাংলাবান্ধা’তে (ধারনা করা যাচ্ছে)। এরপরেও কোন ব্যক্তি যদি এই মহিলাকে চিনে থাকেন বা তার পরিবারের খোঁজ জেনে থাকেন তো দয়া করে নিচের নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হল, যোগাযোগঃ 01636097009