পাবনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনার জন্মদিন পালিত হয়েছে।
আজ ১৩ সেপ্টেম্বর সোমবার রাতে ইয়াং বাংলা ও ইয়েস ফাউন্ডেশন পাবনার আয়োজনে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে তার জন্মদিন পালন করা হয়।
ইয়াং বাংলা পাবনার সমন্বয়ক রাহাত হোসেন পল্লব এর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা লিয়াকত আলী,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবি, পৌর আওয়ামীলীগের নেতা কামরুজ্জামান রকি, পৌর আওয়ামীলীগের নেতা কিরণ, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মনিরুজ্জামান রাসেল, জেলা ছাত্রলীগের সহ সভাপতি হাবিবুর রহমান রিংকু, দপ্তর সম্পাদক আদনান আল মাহফুজ চমন,পলিটেকনিক ইনিস্টিটিউট ছাত্রলীগের সভাপতি খাইরুল ইসলাম রিসাদ, স্বেচ্চাসেবী সংগঠন বিডি ক্লিন এর জেলা সমন্বয়ক তারিকুজ্জামান তোহা, ছাত্রলীগ নেতা নুর, মোহাম্মদ নয়ন, সোয়ায়েব আহমদ, সনেট প্রমুখ।
ইয়াং বাংলা পাবনার সমন্বয়ক রাহাত হোসেন পল্লব বলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স’র নির্দেশনায় আজকের এ আয়োজন।