সোহেল রানা, পাবনা প্রতিনিধি:
পাবনা সদর উপজেলার অন্তর্গত আতাইকুলা ইউনিয়ন এর কুচিয়ামোড়া বাসস্ট্যান্ড মোড়ের পাশে ১১,০০০ ভোল্টের বিদ্যুৎ বহনকারী পুলটি
হেলে গিয়ে মারাত্মক ঝুকিপূর্ণ অবস্থায় আছে। অনেক দোকানপাট সহ জনজীবন আতংকিত অবস্থায় রয়েছে। বার বার পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জিএম সহ বিভিন্ন কর্মকর্তার সাথে যোগাযোগ করা হয়েছে কিন্তু এতে কোন সাড়া পাওয়া যায় নাই, গ্রামবাসী দাবী করছে অতি দ্রুত পুলটি সরিয়ে দিয়ে এবং যায়গা পরিবর্তন করে পুনঃস্থাপন করা হোক।বিষয়টি বিদ্যুৎ ২ এর প্রকৌশলী আতাউর রহমান সরোজমিনে এসে বিষয়টি দেখে যান, দেখে যাওয়ার এক সপ্তাহ পার হলেও পুলটি এখনো ঝুঁকির মধ্যে আছে। এলাকাবাসী এখন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে। এছাড়াও অন্যত্রে সরানোর জন্য আতাইকুলা ইউনিয়নের ছাএলীগের সাবেগ সভাপতি রফিকুল ইসলাম বকুল পাবনা ৫ আসনের মাননীয় সংসদ সদস্য গোলাম ফারুক এমপি মহোদয় কে অবগত করেন।