-
- ঢাকা, বিশেষ প্রতিবেদন, সারাদেশ
- সাভারে জাতীয় স্মৃতিসৌধের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ।
- প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি, ২৪, ২০২০, ৩:৪৭ অপরাহ্ণ
- 588 বার পড়া হয়েছে
সাভার প্রতিনিধিঃ
সাভারের নবীনগরে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন জাতীয় স্মৃতিসৌধের সামনে অবৈধ ভাবে গড়ে ওঠা
আঁধাপাকা প্রায় ত্রিশটি স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ।
সোমবার সকাল থেকে শুরু হওয়া দুই দিন ব্যাপী উচ্ছেদ অভিযানের প্রথম দিনের নেতৃত্ব দেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকী।
সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও যুগ্ম সচিব মাহবুবুর রহমান ফারুকী জানান, জাতীয় স্মৃতিসৌধের মত গুরুত্বপূর্ণ এলাকায় দীর্ঘ দিন ধরে বেশ কিছু অবৈধ স্থাপনা নির্মাণ করে জনগণের চলাচলের পথে বাঁধা সৃষ্টি করা হচ্ছিল। এরই প্রেক্ষিতে সড়ক উন্নয়নের জন্য আজ অভিযান পরিচালনা করে এসব স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।
সড়ক উন্নয়ন জন্য জাতীয় স্মৃতিসৌধ থেকে মানিকগঞ্জের পাটুরিয়াঘাট পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশের সমস্ত অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে বলেও জানান তিনি।
এ বিভাগের আরো সংবাদ