জেলা গোয়েন্দা শাখা,পাবনার অভিযানে চুরি হওয়ার ১৭ ঘন্টার মধ্যে গাড়ী চোর চক্রের ২ জন সদস্য গ্রেফতার ও চুরি যাওয়া একটি সিলভার রংগের F – Premo প্রাইভেট কার, যাহার রেজিষ্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো গ-২৫-০৩৪৯ চোরদের হেফাজত হইতে উদ্ধার করা হয়।
চুরি হওয়ার ১৭ ঘন্টার মধ্যে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে চুরির ঘটনার মুল চোর মোঃ-আলম হোসেন (৩৪) পিতা মোঃ একরাম হোসেন সাং- বকুল তলা শিবরামপুর থানা ও জেলা পাবনা সহ তার অপর সহযোগী মোঃ শহিদুল হোসেনকে গ্রেফতার করে।
০২/০৯/২০২১ তারিখ ভোর ০৬.০০ ঘটিকায় আসামীদের হেফাজত হইতে ভিকটিমের চুরি যাওয়া প্রাইভেট কারটি উদ্ধার করা হয়।
গত ইং-৩১/০৮/২০২১ তারিখ বিকাল ০৪.৩০ ভাড়ায় যাওয়ার কথা বলে গাড়ী মালিক মোঃ মইনুল ইসলাম এর গাড়ির ড্রাইভার আলম তার নারায়ণ পুরস্ত রাধানগর বাসা থেকে প্রাইভেট কারটি নিয়ে তার অপর সহযোগী চোর শহিদুল এর সহযোগিতা কুষ্টিয়া জেলায় গোপন করে রেখে আসে এবং চোর ড্রাইভার আলম ফিরে এসে তার মনিবকে জানায়, তার গাড়িটি ছিনতাই হয়ে গেছে।
বিষয়টি গাড়ি মালিকের সন্দেহ হইলে তিনি এই ঘটনায় পাবনা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ সুপার,পাবনা মহোদয়ের তাৎক্ষণিক ভাবে বিষয়টি জেলা গোয়েন্দা শাখায় পাবনার উপর তদন্তভার অর্পণ করেন।
জেলা গোয়েন্দা শাখা প্রথমে গাড়ি ড্রাইভার কে গ্রেফতার করে পরে তার অপর সহযোগী শহিদুলকে গ্রেফতার করে, তাহাদের হেফাজত হইতে চোরাই যাওয়া প্রাইভেট কারটি উদ্ধার করে। এই সংক্রান্তে পাবনা সদর থানায় একটি গাড়ি চুরির মামলা রুজু হয়েছে।