গত ঈদুল আজহার পর পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর বেড়া উপজেলা হতে সিসা কারখানা উচ্ছেদ করা হয়। উক্ত সিসা কারখানা বেড়া উপজেলা হতে সরিয়ে নিয়ে এসে জনৈক আব্দুর রশিদ চাটমোহর থানার দরাপপুর ব্রিজ এর পশ্চিম দিকে কাটা নদী সংলগ্ন বিলের মাঝে উঁচু জায়গায় স্থাপন করেন।
পাবনা জেলার পুলিশের ফেসবুকের মেসেনজারে এই তথ্যের ভিত্তিতে আজ চাটমোহর থানা পুলিশের উদ্যোগে উপজেলা নিবার্হী কর্মকর্তা সহ অদ্য ইং ০২/০৯/২০২১ তারিখে অভিযান পরিচালনা করা হয়। কারখানার মালিককে না পেয়ে সিসা কারখানার যন্ত্রপাতি জব্দ করা হয় এবং কারখানা কে বন্ধ করে দেওয়া হয়।