আজ ২৮শে আগস্ট ভাঁড়ারা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ভাঁড়ারা ইউনিয়ন আওয়ামী লীগের তরুণ উদীয়মান নেতা সুলতান মাহমুদের পৃষ্ঠপোষকতায় ভাঁড়ারা শাহী মসজিদ মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে ভালোই উনিয়ন আমি লীগের সহ-সভাপতি বন্দরে আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাবনা পৌর মেয়রশরিফ উদ্দিন প্রধান পৌর আওয়ামী লীগের সভাপতিএডভোকেট তসলিম হাসান সুমন, পাবনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা লিয়াকত আলি, পাবনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল আহাদ বাবু, পাবনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলহাজ্ব কামিল হোসেন, পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজমত আলী বিশ্বাস, যুগ্মসাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি,পাবনা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রকিন হাসান টিপু,সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উক্তআলোচনা সভা ও দোয়া মাহফিল স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ অসংখ্য সাধারন মানুষ উপস্থিত ছিলেন।