আজ ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাবনা জেলার আমিনপুর থানা কর্তৃক নবীনগর , ঢাকা হতে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

সোহেল রানা, পাবনা প্রতিনিধিঃ

সাথিয়া থানার মামলা নং ৪ তারিখ ১২•১০•২০০২ ধারা ১৮৭৮ সালের অস্ত্র আইনের 19-A/19(f) সাজা প্রাপ্ত পলাতক আসামী ১। মোঃ আফজাল হোসেন পিতা রহিম শেখ সাং আহম্মদপুর উত্তর পাড়া থানা আমিনপুর জেলা পাবনাকে ঢাকা জেলার নবী নগর এলাকা থেকে এএসআই জাহাঙ্গীর, এএসআই মুরাদ ও কং কালামসহ গ্রেফতার করেন।

উক্ত আসামীর একই মামলায় ধারা অনুযায়ী ৭ বছর ও ১০ বছর সাজা হয়েছে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap