সোহেল রানা, পাবনা প্রতিনিধিঃ
রাস্তা পার হতে গিয়ে মটর সাইকেলের আঘাতে পাবনা সদর উপজেলার নাজিরপুর, বাড়ইপাড়া গ্রামের মৃত চেরু বিশ্বাসের ছেলে আজমত বিশ্বাস (৪৫ ) এর মৃত্যু হয়েছে।
আজ ২৪ আগষ্ট মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে নাজিরপুর হাটে শহীদ নজরুল ইসলাম হাবু উচ্চ বিদ্যালয়ের সামনে পাবনা ইশ্বরদী মহা সড়কে পাবনার দিক থেকে আসা মটর সাইকেলের আঘাতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বর্ননা অনুযায়ী জানা যায় বাজার করতে যাওয়া কৃষি শ্রমিক আজমত রাস্তা পার হতে গেলেই আকস্মিক ভাবে মটর সাইকেলটি এসে আঘাত করে। সেখানকার স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিয়ে যাবার পথেই মৃত্যু হয় আজমতের। মটর সাইকেলের চালক আহত হলেও সেখান থেকে পরিস্থিতি বুঝে দ্রæত পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।