আজ ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ইন্তিকাল

বিএনপি নেতা শরিফুল ইসলাম শ্যামলের ইন্তিকাল

সোহেল রানা, পাবনা প্রতিনিধিঃ

সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম শ্যামল (৪৭) আজ ২০/৮/২০২১ ভোর ৪:৪৫ মিনিটে নিজ বাড়িতে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। মৃত্যকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ ভাই, ৪ বোন সহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

তিনি সাদুল্লাপুর ইউনিয়নের কামারডাঙ্গা গ্রামের বাসিন্দা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত স্টোর কিপার মরহুম আমজাদ হোসেন বিশ্বাস ও সাদুল্লাপুর ইউনিয়নের জনপ্রিয় সংরক্ষিত মহিলা সদস্য মরহুমা রেহেনা খাতুনের ছেলে।

১৯৮৯ সালে দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচের ছাত্র শ্যামল ছাত্র জীবন থেকেই বিএনপি রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত ছিলেন। তিনি দীর্ঘ প্রায় ২ বছর যাবৎ ফুসফুসে ক্যান্সার রোগে ভুগছিলেন।

বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী জননেতা শামছুর রহমান শিমুল বিশ্বাস ইউনিয়ন বিএনপি নেতা শ্যামলের চিকিৎসার ব্যয়ভার বহন ও সার্বিক সহযোগিতা করেন। মরহুম শ্যামলের ছোট ভাই কোমল পরিবারসহ সৌদি প্রবাসী। একমাত্র ছেলে রিমন দুবলিয়া হাজী জসিম উদ্দিন ডিগ্রী কলেজে উচ্চ মাধ্যমিকে অধ্যায়নরত।

শুক্রবার বাদ জুমা কামারডাঙ্গা নিজ বাড়িতে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে বিএনপি নেতৃবৃন্দসহ অসংখ্য মানুষ শরীক হয়। মরদেহ কামারডাঙ্গা জামে মসজিদ সংলগ্ন পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। বিএনপি নেতা শরিফুল ইসলাম শ্যামলের মৃত্যুতে শোক জ্ঞাপন করেন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap