আজ ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাবনায় সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত

সোহেল রানা – পাবনা প্রতিনিধিঃ

পাবনায় সিএনজি চালিত শ্যালোইঞ্জিনচালিত নছিমন ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। পাবনা-কাশিনাথপুর মহাসড়কের দাড়িয়াপুর নামক এলাকায় আজ শনিবার (৩১ জুলাই) বেলা সাড়ে তিনটার দিকে এ দূর্ঘটনা ঘটে।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলম এ তথ্য নিশ্চিত করে জানান, পাবনা থেকে যাত্রীবাহি একটি সিএনজি চালিত অটোরিকশা কাশিনাথপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে দ্বারিয়াপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা শ্যালোইঞ্জিন চালিত একটি নছিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দু’জন মারা যায়। আহত দুইজনের মধ্যে একজনকে কাশিনাথপুর ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অপরজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষনিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap