আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

র‌্যাবের অভিযানে চোলাই মদসহ ১ মাদক ব্যবসায়ী, ও স্কুল কক্ষ থেকে ৭ জুয়াড়ি আটক

বিশেষ প্রতিনিধি:

আশুলিয়ার বুড়ির বাজার এলাকায় আনোয়ার আলীর বাসার তৃতীয় তলার ভাড়াটিয়ার কক্ষ থেকে ৫০ লিটার চোলাই মদসহ ১ মাদক ব্যবসায়ী এবং বুরির বাজার এলাকার এস এ মডেল উচ্চ বিদ্যালয় এর দোতালায় একটি কক্ষে জুয়া খেলারত অবস্থায় সাতজন জুয়াড়িকে আটক করে র‌্যাব-৪।

৩০-০৭-২০২১ শুক্রবার আশুলিয়া থানায় আটককৃত আসামীদেরকে হস্তান্তর করে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান।

এর আগে বৃহস্পতিবার বিকেল চারটায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এই অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে রাঙ্গামাটি জেলার মৃত: পূন্য কুমারের ছেলে মাদক ব্যবসায়ী নন্যা চাকমা(৪৫) র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে, তাকে আটক করে র‌্যাব-৪।

এ সময় তার কাছ থেকে ৫০ হাজার টাকা মূল্যের ,দশটি সাদা জারিকেনে রক্ষিত ৫০ লিটার মদ উদ্ধার করা হয় ।

নন্যা চাকমা দীর্ঘদিন যাবৎ এভাবে মদ তৈরি করে আশুলিয়ার বিভিন্ন স্থানে বিক্রি করতো বলে জানায় র‌্যাব-৪।

একই সময় স্কুল কক্ষে নিয়মিত জুয়া খেলে পরিবেশ নষ্ট করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে, মধ্য গাজিরচট এস এম উচ্চ বিদ্যালয় এর দ্বিতীয় তলার একটি কক্ষে জুয়ার আসর থেকে, আশুলিয়া থানার উত্তর গাজিরচট এর মৃত: আজিম উদ্দিনের ছেলে, পরম আলী(৫০) , একই এলাকার মৃত: দায়েম উদ্দিনের ছেলে, ছানোয়ার (৫০), মৃতঃ জয়নাল আবেদীন ভূঁইয়ার ছেলে, অনসার ভূঁইয়া (৫০), মৃত: রহমত আলীর ছেলে, হাসান আলী(৫৭), পিরোজপুর জেলার মোবারক হোসেনের ছেলে, আরজু মিয়া(৩০), নেত্রকোনা জেলার মৃত: জানু মিয়ার ছেলে, জুয়েল মিয়া(৪০), রাজবাড়ী জেলার মৃত : জয়েন উদ্দিন মোল্লার ছেলে, ইয়াসিন মোল্লাকে (৫২), জুয়া খেলার দুই সেট প্লেইং কার্ড, নগদ ৯০৯০ টাকা ও সাতটি মোবাইল সেট সহ আটক করা হয়।

র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান আটককৃত আসামিরা দীর্ঘদিন যাবত এ অপকর্মের সাথে জড়িত আছে বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এবং এ ধরনের অভিযান সামনে অব্যাহত থাকবে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap