আজ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

র‌্যাব-৪ এর অভিযানে চারদিন পর শিশু স্বপ্না খাতুন উদ্ধার: অপহরণকারী আটক

বিশেষ প্রতিনিধি:

সাভার থেকে ১১ বছরের শিশু অপহরণের ০৪ দিন পর ভুক্তভোগীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

বৃহস্পতিবার দুপুর ২:০০ (২৯-০৭-২০২১) শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীকে আটক এর বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।
২৪ জুলাই ২০২১ইং আনুমানিক সকাল ১১.০০ ঘটিকার সময় সাভার থেকে ১১ বছরের শিশু স্বপ্না খাতুন অপহৃত হয়।

উক্ত ঘটনার দুই দিন পর অপহরকারী চক্র মোবাইল ফোনে শিশুটির পিতা-মাতার নিকট মুক্তিপণ দাবী করে এবং মুক্তিপন না দিলে অপহৃত শিশুটিকে মেরে ফেলার হুমকি প্রদান করে।

এ ঘটনায় র‌্যাব-৪ ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ২৮/০৭/২০২১ তারিখ দীর্ঘ ৯ ঘন্টা ব্যাপী ঢাকা জেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে সাভার এলাকায় অপহৃত শিশু স্বপ্না খাতুনকে উদ্ধার করে। এ সময় ০১ অপহরণকারীকে গ্রেফতার করে র‌্যাব-৪।

র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান।
অপহরণকারী দিনাজপুর জেলার মোঃ মোছাদ্দেক আলম (২৯) কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে শিশু স্বপ্না খাতুনকে গত ইং ২৪/০৭/২০২১ তারিখে সাভার পলো মার্কেটের সামনে হতে অপহরণ করে।

পরবর্তীতে সে ভুক্তভোগীকে ট্রাক যোগে দিনাজপুর জেলার বিরামপুর থানার ভিন্ন ভিন্ন স্থানে নিয়ে আটকিয়ে রাখে এবং ভিকটিমের পিতা-মাতার নিকট মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে সে পুনরায় ট্রাকযোগে সাভার এলাকায় চলে আসে এবং তখনই র‍্যাব-৪ কর্তৃক ভুক্তভোগীকে উদ্ধার করাসহ আসামীকে গ্রেফতার করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অদূর ভবিষ্যতে এরুপ অপহরণকারী চক্রের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap