আজ ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চলে যাব দূর অজানায়

মুহাম্মদ শামসুল হক বাবু

 

নীলগগণ ছিঁড়িয়া একদিন চলে যাব দূর অজানায়

যেখানে থাকবে না কোনও প্রকার হিংসা বিদ্বেষ

থাকবে না কোনও অভিযোগ মারামারি বা দ্বন্দ্ব

কেন এ জগতে বাস করতে গেলে হতে হবে অন্ধ?

 

আমি পারব না কোনও বিবেকশূন্য প্রাণী হতে

আমি তো বোবা বা অন্ধ হতেও পারব না জানি

মানবে মানবে ভালোবাসা ছাড়া থাকা কি যায়

কেউ বা ভাঙা ঘরে থেকেও স্বর্গের দেখা পায়!

 

বিধাতা বড্ড বেশি প্রেম দিয়ে রাঙিয়েছে বিশ্বজাহান

কৃষ্ণের লাগি কাঁদে কেন রাধা যেখানে পদেপদে বাঁধা

অহেতুক কারণে অকারণে অহংকারে দুনিয়া গেছে ভরে

নিত্যদিন শান্তির জন্য কত মানুষের প্রাণপাখি ঝরে!

 

লোভের ফাঁদে পড়ে গঙ্গাপূজায় উঠে সুনামির ঢেউ

ধর্ম হয়ে যায় অধর্মের কারুকাজ- নেই কোনও লাজ

চাই না কোনও যুদ্ধ- আমি চাই সবুজবীথির ছায়া

হে ঈশ্বর কেন দিলে তব আমার হৃদয়ে এত মায়া!

 

প্রতিবাদ করলে লোকে বলে বেয়াদব অসভ্য প্রাণী

মনের স্বাধীনতায় যদি হই লড়াকু সৈনিকের হাতিয়ার

মুক্তির জন্য বিদ্রোহ করলে কেন শাস্তি পেতে হয়

আসলে সত্যের পতাকায় থাকে গুপ্তঘাতকের ভয়!

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap