বিশেষ প্রতিনিধি:
ঢাকা জেলার ধামরাই উপজেলা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক ব্যবসায় ব্যবহৃত সরঞ্জামাদিসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব-৪।
বুধবার (১৪-০৭-২০২১ ইং) দুপুরে বিষয়টি নিশ্চিত করে র্যাব-৪।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব-৪ এর (CPC-2) কোম্পানি কমান্ডারের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে, ১৩ জুলাই ২০২১ইং তারিখ রাত ২০.১০ ঘটিকায় গোপন সংবাদের প্রেক্ষিতে ঢাকা জেলার ধামরাই থানাধীন কালামপুর এলাকা থেকে ৮০১ পিস ইয়াবা, ০১ টি মোটর সাইকেল, ০৩ টি মোবাইল এবং মাদক বিক্রিত নগদ-২৫,০৬০/- টাকাসহ ০৩ মাদক কারবারীকে গ্রেফতার করে।
র্যাব-৪ এর(CPC-2) কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আসামীদ্বয় পরস্পর যোগসাজোশে বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে ভিন্ন ভিন্ন কৌশলে লোক চক্ষুর আড়ালে ঢাকা জেলার ধামরাইসহ আশেপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলো।
আটককৃত আসামিরা হলেন, (ক) মোঃ জাহিদ হাসান (৩২), জেলা- টাঙ্গাইল। (খ) মোঃ শফিকুল ইসলাম (৩৫), জেলা- টাঙ্গাইল। (গ) মোঃ জাহেদ তালুকদার (২৫), জেলা- টাঙ্গাইল।
তিনি আরো বলেন, উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।