আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

লাইসেন্সবিহীন দুইটি ডায়াগনস্টিক সেন্টার তালা দিয়ে বন্ধ ঘোষণা

বিশেষ প্রতিনিধি:

ঢাকার ধামরাইয়ে লাইসেন্স না থাকায় দুইটি ডায়াগনস্টিক সেন্টার তালা দিয়ে বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন।

রোববার (৪ জুন) দুপুরে ধামরাই উপজেলার কালামপুরের আমেনা ডায়াগনস্টিক সেন্টার ও ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা পরিদর্শনে এসে লাইসেন্স না পেয়ে এই নির্দেশ দেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, হাসপাতাল দুটি দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই চিকিৎসা দিয়ে চলছিলো। এমন অভিযোগের ভিত্তিতে পরিদর্শনে এসে এর সত্যতা পাওয়া যায়। পরে হাসপাতাল দুটিতে তালা বন্ধ করে দেয়া হয়। একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত হাসপাতাল না খোলার কথাও বলা হয়েছে।

ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. নূর ই রিফফাত আরা বলেন, অবৈধভাবে কোন হাসপাতালই পরিচালনা করতে দেয়া হবে না। রুটিন অভিযানের অংশ হিসেবেই এই কার্যক্রম চলমান থাকবে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap