আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

আনসার ভিডিপি মতবিনিময় সভা : বাহিনীতে বিশেষ অবদান রাখায় সদস্যদের সম্মাননা প্রদান

বিশেষ প্রতিনিধি:

সাভার উপজেলা আনসার ভিডিপি বাহিনীর বাৎসরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকাল ১০:০০ টায় সাভার উপজেলা অডিটোরিয়াম হলে অনুষ্ঠানটি শুরু হয় বিকেল ৩:০০ টায় শেষ হয়।

সাভার উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি ঢাকা জেলা কমান্ড্যান্ট, আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা কৃষি অফিসার, নাজিয়াত আহমেদ ও সাভার মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম।

 

প্রধান অতিথি আনসার ও ভিডিপি ঢাকা জেলা কমান্ড্যান্ট আফজাল হোসেন তার বক্তব্যে সাভার উপজেলা আনসার ভিডিপি সদস্য সদস্যাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

উক্ত মতবিনিময় সভায় সাভার উপজেলা আনসার ও ভিডিপি সদস্য সদস্যাদের বাহিনীর বিভিন্ন কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় ২টি বাই সাইকেল ১টি সেলাই মেশিন ৪টি বড় ছাতা সহ বিভিন্ন রকম উপহার প্রদান করা হয়।

এ সময় বিশেষ অতিথি সাভার উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম ও সাভার মডেল থানা অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম, তাদের বক্তব্যে আনসার ও ভি,ডি,পি কে সাভার উপজেলা সহ সারা বাংলাদেশে সরকার প্রদত্ত বিভিন্ন কর্মসূচি সফলতার সাথে পালন ও সারাদেশে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় প্রশংসা করেন।

মতবিনিময় সভা শেষে প্রধান অথিতি বিশেষ অতীতে বৃন্দকে বাহিনীর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন এবং বিশেষ অতিথিগনের হাত থেকে প্রধান অতিথি সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap