আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঞ্চল্যকর রেজাউল হত্যাকান্ডের দুই আাসামী র‌্যাবের হাতে গ্রেফতার

সাভার প্রতিনিধিঃ

 

বাগেরহাটের রামপাল থানা এলাকায় চাঞ্চল্যকর রেজাউল হত্যা মামলার প্রধান দুই আাসামীকে আশুলিয়া হতে গ্রেফতার করেছে র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল।

শনিবার (১৯জুন) বিকেল ৪টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৪ এর সিপিসি-২। এরআগে, শনিবার (১৯ জুন) দুপুর পৌণে ১টার দিকে আশুলিয়ার দূর্গাপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গত ২১ ফেব্রুয়ারী বাগেরহাট জেলার রামপাল থানা এলাকায় রেজাউল নামের এক ব্যক্তি খুন হলে এলাকায় ও মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে নিহতের স্ত্রী বাদী হয়ে রামপাল থানায় একটি মামলা দায়ের করে। হত্যার পরপরই আসামীরা এলাকা ছেড়ে অন্যত্র আত্মগোপনে চলে যায় । ঘটনার পরপরই আসামীদের গ্রেফতারের জন্য র‌্যাব এর গোয়েন্দা দল পুলিশের পাশাপাশি ছায়াতদন্ত শুরু করে এবং আসামীদের অবস্থান শনাক্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল আশুলিয়ার দূর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক দুই আসামীদের গ্রেফতার করতে সমর্থ হয়।

গ্রেফতার দুই আসামী হলো- বাগেরহাট জেলার এজহারনামীয় ১নং আসামি মোঃ সাইকুল শেখ (৩৫) ও একই জেলার এজহারনামীয় ২নং আসামি মোঃ মিজান শেখ (৩৭)।

এ ব্যাপার সিপিসি-২, র‌্যাব-৪ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রাকিব মাহমুদ খাঁন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তারা উক্ত হত্যাকােন্ডের ঘটনা ঘটিয়েছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap