আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আশুলিয়ায় পুলিশের টিয়ার শেল নিক্ষেপ দৌড়ে পালাতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু

সাভার – প্রতিনিধি:
সাভারের আশুলিয়ায় ডিইপিজেডের সামনে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলকামান নিক্ষেপ করলে পালাতে গিয়ে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা খেয়ে এক শ্রমিক মারা যায়।
ডিইপিজেড এর জিএম আব্দুস সোবহান জানান, ওই কারখানার শ্রমিকরা কোন এক ফেইসবুক মেসেঞ্জার কিংবা মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে ভুল খবর জানতে পারে যে তাদের আজ বকেয়া পাওনাদি পরিশোধ করা হবে। এর পর শ্রমিকরা কারখানার সামনে জমা হলে মাইক দিয়ে তাদের জানিয়ে দেওয়া হয় কারখানা কতৃপক্ষ কোন মেসেজ দেয় নি।  তারা ভুল খবর পেয়েছেন। তাদের পাওনাদি পরিশোধ করা হবে যত দ্রুত সম্ভব।
এর পর শ্রমিকরা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এছাড়া এঘটনার সময় দৌড় দৌড়িতে দুর্ঘটনাবশত এক কারখানা শ্রমিক বিদ্যুতের খুটিতে আঘাত পেয়ে মৃত্যুবরন করেন বলেও জানান তিনি।
রবিবার (১৩ জুন) সকালে বকেয়া বেতনের দাবিতে ডিইপিজেডের ‘লেনী ফ্যাশন’ নামের একটি কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ করেন।
নিহতের নাম জেসমিন বেগম (৪২), তিনি খুলনা জেলার ডুমুরিয়া থানার খাজুরিয়া গ্রামের বাসিন্দা ও বলিভদ্রবাজার এলাকার মধুপুুরে ভাড়া থেকে গোলটেক্স কারখানায় জুনিয়র অপারেটর হিসাবে কাজ করছিলেন।
শ্রমিকরা জানায়, বকেয়া বেতনের দাবিতে ইপিজেডের গেটের সামনে সমবেত হয়ে ঢাকা-চন্দ্রা মহাসড়কে অবস্থান নেয় শ্রমিকরা। এসময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শ্রমিকেরা ৩ থেকে ৪ টি গাড়ী লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে বিকেএসপির আম্পায়ারবাহী গাড়ীর লুকিং গ্লাস ভেঙ্গে যায়। পরে শিল্পপুলিশ জল কামান ও ৫০ থেকে ৬০ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় শ্রমিকেরা দৌড়ে ছুটাছুটি করার সময় গোলটেক্স গার্মেন্টস কারখানার এর জেসমিন বেগম নামের এক শ্রমিক বিদ্যুতের খুটির সাথে ধাক্কা খেয়ে মাথায় গুরুতর আঘাত পায়।তাকে উদ্ধার করে হাবিব ক্লিনিকে নিলে সকাল ১০ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিল্প পুলিশ-১ এর পরিচালক পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়োছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।
এদিকে, বিকেএসপির জনসংযোগ কর্মকর্তা আশরাফ জানান, শ্রমিক বিক্ষোভের সময় যানজটে আটকা পড়া বিকেএসপির দুটি গাড়িতে ঢিল ছোড়ে এতে গাড়ির জানালার কাচ ভেঙ্গে গেলেও কেউ আহত হয় নি। বিকেএসপিতে খেলা চলমান রয়েছে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap