আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

যন্ত্রণা নেবে যন্ত্রণা

– মুহাম্মদ শামসুল হক বাবু

১ জুন ২০২১ ঢাকা বাংলাদেশ।

 

আমার কাছে হরেকরকম যন্ত্রণা আছে

আছে অনেক অনেক কষ্ট আছে দুঃখ

লাল নীল কালা আর সাদা যন্ত্রণা ভরি

চারপদী দুঃখ কষ্টের রঙ দিয়ে সাত রঙ ধরি!

 

এ এক অদ্ভুত সুন্দর দহন বিষের চেয়েও জ্বলে

প্রকাশ্য আর গোপন যন্ত্রণা নেবে কেউ

আর পারি না সহিতে এ যে অনেক ভার

জহরটি যেন ব্লেডের মতো তীক্ষ্ণ ধার!

 

দৃশ্যমান যন্ত্রণার চেয়ে লুকানো যন্ত্রণা কঠিন

আমি যেটা বহন করি সেটা ক্ষুদ্র যন্ত্রণা

বৃহৎ যন্ত্রণা থাকে সাগরের তলদেশে

সেই বেদনা যে দূর করবে সে থাকে প্রবাসে!

 

কে আছে জ্বলিতে চাও ছাই ভস্ম হয়ে

একবার যদি লাগে গায়- পারবে না নেভাতে

আগুন হতেও ভীষণ ভয়ানক সেই পতিত কবল

ঘূর্ণিঝড়ের চেয়েও শক্তিশালী ভালোবাসার ছোবল!

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap