আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আশুলিয়ায় নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

সাভার প্রতিনিধি:

সাভারের আশুলিয়ায় বাপাইলে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় অন্যান্যরা পলিথিন ব্যবসায়ীরা দোকান বন্ধ করে পালিয়ে যায় ব্যবসায়ীরা।

অভিযান পরিচালনা করেন আশুলিয়া রাজস্ব সার্কেল (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান প্রিন্স।

 

রবিবার (২৩ মে) আশুলিয়ার বাইপাইল এলাকার কাঁচাবাজারের আড়ৎ সংলগ্ন পলিথিন মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩০০ কেজি পলিথিন জব্দ করা হয়।

 

তিনি বলেন, আশুলিয়ার বাইপাইলে অনেক ভাসমান ব্যবসায়ী ও ভাসমান মানুষ বাস করেন। এরকম একটি স্থানে পরিবেশের ভারসাম্য নষ্টকারী পলিথিন বিক্রি করছিলেন কিছু অসাধু ব্যবসায়ী। পরে অভিযান পরিচালনা করে ৩ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এছাড়া অবৈধ পলিথিন ব্যবসায়ী মুল চক্র খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি সাধারন মানুষকে সচেতন হতে হবে। যাতে করে তারা পলিথিন ব্যবহার না করেন। তাহলে এমন অসাধু ব্যবসায়ীদের পলিথিন বিক্রি ও উৎপাদন বন্ধ করা সম্ভব হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান প্রিন্সl

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap