আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

আশুলিয়ায় দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক

সাভার প্রতিনিধি:

 

 

সাভারের আশুলিয়ায় ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের ৭ সদস্যকে আটক করেছে র‍্যাব। এসময় উদ্ধার করা হয়েছে ডাকাতি ও ছিনতাই কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ সরঞ্জামাদি।

 

রোববার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব।

 

এর আগে শনিবার রাত আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ও বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব।

 

আটকেরা হলেন- পাবনা জেলার মো. আলিফ (৩২), ঢাকা জেলার মো. কালাম (৪৮), বরিশাল জেলার রুবেল মৌলবি (২৭), সিরাজগঞ্জ জেলার লিটন রানা (২৭), বরগুনা জেলার মো. রাকিব (২২), রংপুর জেলার রেজাউল করিম (২৮) ও ময়মনসিংহ জেলার মিলন মিয়া (৩২)।

 

র‌্যাব জানায়, শনিবার রাতে আশুলিয়ার বাইপাইল ও পল্লীবিদ্যুৎ এলাকায় কয়েকজন ছিনতাইকারী যানবাহনে ছিনতাই ও ডাকাতি করার জন্য প্রস্তুতি নিয়েছেন যেমন গোপন সংবাদের বৃদ্ধিতে অভিযান চালায় র‌্যাব। পরে র‌্যাব-৪ (সিপিসি-২) এর একটি আভিযানিক দল ঘন্টা ব্যাপী অভিযান পরিচালনা করে। এসময় সংঘবদ্ধ ডাকাত দলের ৭ সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ডাকাতি ও ছিনতাইকাজে ব্যবহৃত হাসুয়া, খুর, ইলেকট্রিক কাটার, কাঁচি, প্লাস, গ্যাসকাটার ও ড্রিল মেশিনসহ নানান সরঞ্জামাদি।

 

র‌্যাব আরও জানিয়েছেন , প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকেরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ হয়ে ডাকাতি ও ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। তারা মূলত ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাইয়ের বিভিন্নস্থানে রাতের অন্ধকারে যানবাহনে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার প্রভৃতি ডাকাতি করে আসছিলো। এমনকি ক্ষেত্রবিশেষে ভূক্তভোগীদেরকে তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করতো।

 

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বলেন, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এইরুপ সংঘবদ্ধ ডাকাত দলের বিরুদ্ধে তাদের সাঁড়াসি অভিযান অব্যাহত থাকবে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap