আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হত দরিদ্র, বিদেশ ফেরত নারী অভিবাসী শ্রমিক ও প্রতিবন্ধি মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ

বিশেষ প্রতিনিধি :

 

গণস্বাস্থ্য কেন্দ্র এর আর্থিক সহযোগিতায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হেল্প ফর ডিজএ্যাবিলিটি এন্ড ডিসট্রেস (এইচডিডি), মানবাধিকার উন্নয়ন কেন্দ্র,অভিবাসন বিষয়ক সংস্থা ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও বাংলাদেশ মাইগ্রেশন ফোরাম এর আয়োজনে হত দরিদ্র, বিদেশ ফেরত নারী অভিবাসী শ্রমিক ও প্রতিবন্ধি মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরন করা হয়।

 

করোনা ভাইরাসে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় পরিচালিত গণস্বাস্থ্য কেন্দ্রের গণস্বাস্থ্য সেবা ২০২১ এর আওতায় ২১ মে বৃহস্পতিবার বিকালে ঢাকার সাভারের বটতলা বালির মাঠে এ খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

এইচডিডি’র প্রধান নির্বাহী সীমান্ত সিরাজ এর সভাপতিত্বে এ বিতরন কার্যক্রমে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারের রাজস্ব কর্মকর্তা আল শাহরিয়ার, বিশিষ্ঠ কবি ও গবেষক মুহাম্মদ শামসুল হক বাবু, প্রাণের ব্যাচ ৯৩ এর এডমিন সাজ্জাদ তালুকদার, বাংলাদেশ রাইফেলস এর সাবেক কর্মকর্তা কবি জোবায়ের হোসেন জীবন, মানবাধিকার উন্নয়ন কেন্দ্র এর মহাসচিব মো: মাহবুল হক ও ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মনির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন এইচডিডি’র স্বেচ্ছাসেবক সদস্যগণ।

 

শতাধিক হত দরিদ্র, বিদেশ ফেরত নারী অভিবাসী শ্রমিক ও প্রতিবন্ধি মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরন করা হয়েছে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap