আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিদেশ ফেরত নারী অভিবাসী শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

শামসুল হক বাবু- বিশেষ প্রতিনিধি:

 

গণস্বাস্থ্য কেন্দ্র এর আর্থিক সহযোগিতায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হেল্প ফর ডিজএ্যাবিলিটি এন্ড ডিসট্রেস (এইচডিডি),অভিবাসন বিষয়ক সংস্থা ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, বাংলাদেশ মাইগ্রেশন ফোরাম ও মানবাধিকার উন্নয়ন কেন্দ্র এর আয়োজনে বিদেশ ফেরত নারী অভিবাসী শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করা হয়।

 

করোনা ভাইরাসে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় পরিচালিত গণস্বাস্থ্য কেন্দ্রের গণস্বাস্থ্য সেবা ২০২১ এর আওতায় ১২ মে বুধবার বিকালে ঢাকার সাভারের আড়াপাড়া জমিদার বাড়ির মাঠে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

এইচডিডি’র প্রধান নির্বাহী সীমান্ত সিরাজ এর সভাপতিত্বে এ বিতরন কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার প্যানেল মেয়র ও সাভার পৌর আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা।

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ কবি ও গবেষক মুহাম্মদ শামসুল হক বাবু, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিনিধি শাহনাজ পারভিন।

 

আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আবদুল খালেক ও ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মনির হোসেন ।

 

এছাড়াও উপস্থিত ছিলেন এইচডিডি’র স্বেচ্ছাসেবক ও ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ।

 

প্রধান অতিথি তার বক্তব্যে নারী অভিবাসীদের অবদানের কথা উল্লেখ করে তাদেরকে শ্রদ্ধা জানান ও সমাজের অসহায় মানুষের সাহাযার্থ্যে সকলকে সাধ্যমত এগিয়ে আসার আহবান করেন।

 

৭৫ জন নারী অভিবাসী ও ১২৫ জন দরিদ্র মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap