আজ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

আশুলিয়ায় ঝুট গোডাউনে ভয়াবহ আগুন ।

সাভার প্রতিনিধিঃ
সাভারের আশুলিয়ায় একটি ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে গেছে গোডাউনে থাকা সমস্ত ঝুট।
শনিবার বেলা পৌনে ১২টার দিকে আশুলিয়ার আহাদনগর এলাকায় হাজী আব্দুল মালেকের মালিকানাধীন ওই ঝুট গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস আরো জানায়, ঝুট গোডাউনে অগ্নিকান্ডের খবর শুনে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে এক ঘন্টার চেষ্টায় বেলা ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। তবে ততক্ষণে গোডাউনে থাকা সমস্ত ঝুট পুড়ে যায়।
ডিইডিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, ১৫০ বর্গফুটের টিনশেডে ঝুট গোডাউনটিতে আগুন দ্রæত ছড়িয়ে পরায় তা নেভাতে তাদের বেগ পেতে হয়। তবে আগুন আশপাশের দোকান ও স্থাপনাতে ছড়ানোর পূর্বেই তা নিয়ন্ত্রণে সক্ষম হন তারা। এঘটনায় প্রাথমিক ভাবে অগ্নিকান্ডের কারণ ও সূত্রপাত জানাতে পারেননি তিনি।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap