আসাদুজ্জামান খাইরুল- বিশেষ প্রতিনিধি:
সাভারে বেশ কয়েকটি কবি সাহিত্যিক সংগঠনের প্রধানরা, সাভার-আশুলিয়ায় সাহিত্যচর্চা কে আরো বেগবান করার লক্ষ্যে ও সাহিত্যের মাধ্যমে সমাজে বিশেষ অবদান রাখতে, এক বিশেষ আলোচনা সভা ও ইফতার পার্টির আয়োজন করে।
সাভার থানা স্ট্যান্ডে ২৪ শে রমজান (০৭-০৫-২০২১ইং) শুক্রবার, গ্রীন ফ্রেশ রেস্টুরেন্টে ঘরোয়া পরিবেশে, স্বাস্থ্যবিধি মেনে এই আলোচনা সভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।
এসময় গ্রীণ ফ্রেশ রেস্টুরেন্টের মালিক কবি লায়ন্স মোঃ মাহফুজুল হক শুভ এর সভাপতিত্ব করেন।
আলোচনা সভা ও ইফতার পার্টির সভাপতি লায়ন্স মোহাম্মদ মাহফুজুল হক বলেন, সাভার-আশুলিয়ায় অনেক গুণী কবি-সাহিত্যিক আছেন যাদেরকে আমরা অনেকেই চিনি না, কিন্তু তারা অনেক জ্ঞান রাখেন যে জ্ঞান আমাদের সমাজের উপকারে আসবে বলে আমি মনে করি। তাই গ্রীন ফ্রেশ রেস্টুরেন্টকে কবি-সাহিত্যিকদের একটি ব্যতিক্রমধর্মী প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে, সাভার-আশুলিয়ায় একটি সামাজিক বিপ্লব ঘটাতে চাই। এজন্য আমি গ্রীন ফ্রেশ রেস্টুরেন্টে কবি-সাহিত্যিকদের একটি বড় মিলন মেলায় পরিণত করার লক্ষ্যে, একটি সাহিত্যিক অডিটোরিয়াম করেছি, যা সাভার-আশুলিয়ার সকল কবি সাহিত্যিক ও সাংস্কৃতিক মনাদের জন্য সবসময় উন্মুক্ত থাকবে। এছাড়াও পাশাপাশি রেখেছি একটি লাইব্রেরী যেখানে গঠন মুলক জ্ঞান চর্চা হবে বলে আমি আশা করি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গবেষক মুহাম্মদ শামসুল হক বাবু, তিনি বলেন আমাদের সাভার আশুলিয়ার সকল কবি-সাহিত্যিকদের একটি প্লাটফর্মে একত্রিত করার লক্ষ্যে ও আমাদের সাহিত্যিক মনা ব্যক্তিবর্গদের একটি মিলনমেলায় পরিণত করতে, আমাদের এই আলোচনা সভা ও ইফতার পার্টি প্রথম উদ্যোগ।
ইফতার শেষে আলোচনা সভায় উপস্থিত জ্ঞানী, কবি, সাহিত্যিক, লেখক গণ সাভার-আশুলিয়ার সাহিত্য-সংস্কৃতি অঙ্গনকে আরো প্রসারিত করার লক্ষ্যে বিভিন্ন মতামত ও সিদ্ধান্ত গ্রহণ করেন। এবং সাহিত্য চর্চার মাধ্যমে সমাজে কি করে শান্তি ফিরিয়ে আনা যায় এ বিষয়ে উপস্থিত সকলের মতামত এর ভিত্তিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।
সব শেষ পৃথিবীর সকল মানব আত্মার মঙ্গল কামনায়, মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করে আলোচনা সভাটি শেষ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এইচডিডি এর নির্বাহী পরিচালক, সাংবাদিক ও সংগঠক সীমান্ত সিরাজ। বিশ্ব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি জাহিদ মাহমুদ। শব্দ ঋণ অনলাইন গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি কবি অনিমেষ দাস। বিশিষ্ট কবি ফারুক হোসেন খান। সাভারে অবস্থিত বাংলাদেশ বেতারের ট্রান্সমিশন ইনচার্জ মোঃ ফয়সাল হোসেন। ও ইঞ্জিনিয়ার রাসেল খান।