আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনা মহামারিতে সাভার উপজেলা আনসার ভিডিপির সদস্যদের মাঝে ত্রান বিতরন

আসাদুজ্জামান খাইরুল- বিশেষ প্রতিনিধিঃ

সাভার উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে সাভার উপজেলা গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অসচ্ছল মহিলা ও পুরুষ সদস্যদের মাঝে, করোনা মহামারি উপলক্ষে ত্রান সামগ্রী বিতরন করে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

মুজিব বর্ষের উদ্দীপন আনসার ভিডিপি আছে সারাক্ষন, এই শ্লোগানকে সামনে রেখে করোনাভাইরাস কোভিড-১৯ এর প্রাদুর্ভাবজনিত কারনে ক্ষতিগ্রস্থ আনসার ও ভিডিপি সদস্য সদস্যাদের মাঝে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

শনিবার (০৮/০৫/২০২১ ইং) সকাল ১০ টায়, সাভার উপজেলঅ চত্বওে, সরকার প্রধান জনো নেত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে, সারা বাংলাদেশের ন্যায় সাভার উপজেলার প্রায় শতাধিক অসচ্ছল ভিডিপি সদস্য সদস্যাদের মাঝে, সামাজিক দূরত্ব বজায় ও শৃঙ্খলা নিশ্চিত করে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় সাভার উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হুমায়ূন আজাদ, বলেন এই ত্রাণ কর্মসূচির মাধ্যমে পুরো দেশে অসচ্ছল ভিডিপি সদস্য সদস্যাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। দেশের ৬৪ টি জেলার ৪৯২টি উপজেলায়় এবং ঢাকা মহানগরের ২০টি থানায় ৬০০ পরিবারের মধ্যে ৫ কেজি চাউল ১ কেজি মসুরের ডাল ১ লিটার তেল ২ কেজি আলু ১ কেজি পেঁয়াজ ১টি সাবান ও ১টি মাস্ক পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকা জেলার, সাভার, উপজেলায় অসচ্ছল ভিডিপি সদস্য সদস্যাদের ত্রাণ বিতরণ করা হয়েছে।


উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা জেলা কমান্ড্যান্ট আফজাল হোসেন।

ঢাকা জেলা কমান্ড্যান্ট বলেন দেশের জাতিয় পর্যায়ে বিভিন্ন কর্মকান্ডে ভিডিপি সদস্য সদস্যারা অনেক গুরুত্বপূর্ন ভ’মিকা পালন করে থাকে। কিন্তু তাদের তেমন কিছু আমরা দিতে পারি না। তাই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহা পরিচালক মহাদয়ের নির্দেশে, কোভিড-১৯ এর মহামারিতে অসচ্ছল ভিডিপি সদস্য সদস্যাদের সামান্য কিছু ত্রান দিচ্ছি। এতে আমরা আশা করি কিছুটা হলেও করোনা মহামারির প্রকোপে এসকল সদস্য সদস্যাদের সস্থি মিলবে। ছাড়াও তিনি সকল সদস্য সদস্যাদের করোনা কালিন সময়ে পরিপূর্ন সাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
তিনি আরো বলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সব সময় জননেত্রী শেখহাসিনার নির্দেশে দেশের ক্রান্তিকালে জিবনের ঝুকি নিয়ে সামনের সারিতে কাজ করেছে, সামনেও দেশ ও জাতির কল্যানে এই বাহিনী সবসময় নিবেদিত প্রান থাকবে। তিনি উপস্থিত সকলকে মহামারি থেকে মুক্তি ও একে অপরের জন্য মহান স্রষ্টার কাছে দোয়া করতে বলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলা আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষক মোসা: বিলকিস খানম, মো: সুমন মিয়া উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap