আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

২০ কেজি গাজা সহ ৩ মাদক ব্যবসায়ী ও পিকআপ ভ্যান আটক

বিশেষ প্রতিনিধি:

 

ঢাকার আশুলিয়ার শ্রীপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব-৪ এর অভিযানে ২০ কেজি গাজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ।

 

০৭ মে ২০২১ ইং তারিখ সকাল ১১.৩০ ঘটিকায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ২০ কেজি ৪৭৮ গ্রাম গাজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি পিকআপ ০৩ মাদক কারবারিকে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃতরা হলো মোঃ ফরিদুল ইসলাম (৪২),জেলা-দিনাজপুর, মোঃ ইমরান খান (২৭); জেলা-কুমিল্লা। মোঃ হাবিবুর রহমান (১৯); জেলা-কুমিল্লা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ দেশে সীমান্তবর্তী এলাকা হতে পিকাপযোগে বিশেষ কৌশলে অবৈধ মাদকদ্রব্য গাজা রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

 

র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার  রাকিব মাহমুদ খান বলেন সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।

 

আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধী

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap