আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

২য় আমিনবাজার আট লেন সেতুর নির্মাণকাজ শুভ উদ্বোধন সেতুমন্ত্রী

সাভার প্রতিনিধি:
বিএনপি করোনার চেয়েও ভয়াবহ ভাইরাসে আক্রান্ত। তাদের রাজনৈতিক আইসোলোসন শুরু হয়ে গেছে  বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার দুপুরে দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে দ্বিতীয় আমিনবাজার আট লেন সেতুর নির্মাণকাজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন শেষে এসব কথা বলেন মন্ত্রী।
এসময় সেতু মন্ত্রী বলেন, ‘করোনা মোকাবিলায় সরকার সমন্বিত ভাবে কাজ করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। বরং বিএনপির বক্তব্য প্রমাণ করে তাদের লেজেগুবরে দশা। তারা করোনার চেয়েও ভয়াবহ ভাইরাসে আক্রান্ত। তাদের রাজনৈতিক আইসোলোসন শুরু হয়ে গেছে।
মন্ত্রী আরও বলেন, ‘করোনা নিয়ে বিএনপি নির্মম ও নির্লজ্জ রাজনীতি করছে। একবার বলে লকডাউন দিতে হবে। আবার বলে লকডাউন দিলে মানুষ কি খাবে? তাদের দ্বিমুখী নীতি এবং করোনা নিয়ে অপরাজনীতি মানুষকে বিভ্রান্ত করছে। তারা তাদের নীতিবাচক রাজনীতির কারণে জনগণ বিএনপির আন্দোলনে সাড়া দিচ্ছেন না। তারা একের পর এক আন্দোলনের ডাক দিয়ে অবশেষে তারা ভর করেছে হেফাজতের জ্বালাও পোড়াও সন্ত্রাসী রাজনীতির উপর।
প্রসঙ্গত, দ্বিতীয় আমিনবাজার সেতুসহ সালেহপুর ও নয়ারহাট এলাকায় তিনটি সেতুর প্রকল্প ব্যয় নির্ধারণ করা হয়েছে ২১৯.৪৫ কোটি টাকা। ২৩৩ মিটার দৈর্ঘ্য, ৩৪.১৫ মিটার প্রশস্ত ও ১৫০০ মিটার এ্যাপ্রোচ সড়কসহ আট লেনের তিনটি সেত্ইু জিওবি এর অর্থায়নে বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ বিভাগ। প্রকল্পটির নির্মাণ কাজ মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি  পর্যন্ত।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap