ফজলুল হক, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
“মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের নবাগত পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিপিএম বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় জনসাধারনের মাঝে মাস্ক বিতরণ করেন। গাজীপুর জেলা পুলিশের আয়োজনে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় এ কর্মসূচী পালন করা হয়।
গাজীপুর নবাগত পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ দুপুরে কালিয়াকৈর থানা পরিদর্শণ করেন। এসময় তিনি কালিয়াকৈর থানায় এক আলোচনা সভা করেন। পরে তিনি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকা পরিদর্শন শেষে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন।
এসময় তিনি কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় বিভিন্ন সচেতনতামুলক উপদেশ দেন। এর আগে তিনি উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় গাজীপুর জেলা ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জহিরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার আল মামুন, কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেনসহ জেলা ও থানার অন্যান্য কর্মকতার্গণ।