-
- ঢাকা, সারাদেশ
- জাতীয় স্মৃতিসৌধে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে শ্রদ্ধা
- প্রকাশের সময়ঃ মার্চ, ২১, ২০২১, ৩:৪৬ অপরাহ্ণ
- 476 বার পড়া হয়েছে
খোরশেদ আলম সাভার প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসে প্রথমে জাতীয় স্মৃতিসৌধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।
শুক্রবার (১৯ মার্চ) সকাল ১১ টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এরপর তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি পারিজাত ফুলের গাছের চারা রোপণ করেন। পরে তিনি ১১টা ১৪ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হন।
জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের আগমনকে কেন্দ্র করে সাভার জাতীয় স্মৃতিসৌধ এবং এর আশেপাশের এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
এ বিভাগের আরো সংবাদ