আজ ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আশুলিয়ায় বিশেষ আয়োজনে সংঙ্গিত সন্ধ্যার উদ্ভোধন 

বিশেষ প্রতিনিধি:

 

আশুলিয়া জামগড়া এলাকার মোল্লাবাজারে ”সত্য সৎ ভালোবাসা, সংঙ্গিত হৃদয়ের আশা” এই স্লোগানে অনুষ্ঠিত হয় সংঙ্গিত সন্ধ্যার উদ্ভোধনি অনুষ্ঠান।

বাংলা ফোক গানকে বেগবান করার লক্ষ্যে সংঙ্গিত সন্ধ্যার আয়োজন করে অগ্নি-বীণা মিউজিক পয়েন্ট নামের একটি মিউজিক একাডেমি। এই মিউজিক সন্ধ্যায় থাকছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন গানের সমাহার। দেশের খ্যাতনামা শিল্পিরা এই গান গুলো পরিবেশন করেন।

 

প্রধান অথিতি ও বিশেষ অতিথিদের বক্তব্যে বলেন, করোনা কালিন হতাশা দুরে এই মিউজিক সন্ধ্যা যুগোপযোগি উদ্যেগ। যা বসন্তের এই মাসে একটি নতুন মাত্রা যোগ করেছে। ফাগুন ঝরা আগুনের গান দিয়ে এই আয়োজনকে সাজানো হয়েছে। এ জন্য অগ্নি-বীণা মিউজিক পয়েন্টের এই আয়োজনকে সকল অতিথি সাধুবাদ জানান।

 

এ ধরনের আয়োজন আগামিতে আরো বড় পরিসরে করা হবে বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যাক্তিত্য সাবরিনা ম্যাম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ঠ কবি মোঃ শামসুল হক বাবু, ডাঃ দিপক চন্দ্র, সার্জে

ন্ট জামাল (বীণা) ও খ্যাতনামা শিল্পি সহ আরো অনেকে

 

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap