আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

কালিয়াকৈরে বাস চাপায় ঝালমুড়ি বিক্রেতা নিহত

ফজলুল হক, কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি:

 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা হরতকীতলা এলাকায় মঙ্গলবার দুপুরে ঠিকানা পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে খলিলুর রহমান(৪৫) নামে একব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়েছে। তবে ওই নিহতের ঘটনায় চালক ও হেলপারকে আটক করতে না পারলেও বাসটি জব্দ করেন সালনা (কোনাবাড়ি) হাইওয়ে থানা পুলিশ ।

 

নিহত হলেন, টাঙ্গাইল জেলার গোপালপুর থানার লক্ষীপুর গ্রামের মৃত আব্দুলের ছেলে খলিলুর রহমান। সে উপজেলা হরতকিতলা এলাকার সানোয়ার হোসেনের বাড়ীর ভাড়াটিয়া।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানা গেছে, খলিলুর রহমান পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা। তারঁ স্ত্রী স্থানীয় পোশাক কারখানায় চাকুরী করেন। প্রতিদিনের মত খলিলুর রহমান ওই দিন তার কাজে বের হয়। পরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের হরতকিতলা এলাকায় অবস্থানকালে ঠিকানা পরিবহনের বাসটি রাস্তার পাশে দাড়ানো ছিল। এসময় গাড়ীর পিছনে দাড়িয়ে ছিল খলিলুর রহমান । পরে ওই গাড়ীর চালক তার হেলপার দিয়ে গাড়ীটি সরানোর চেষ্টা করে। হেলপারের অসর্তকতার কারণে গাড়ীটি সামনের দিকে না নিয়ে পিছনের দিকে গেলে ওই গাড়ীর পিছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

 

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। তবে ঘাতক হেলপার ও চালক পলাতক রয়েছে। ঠিকানা পরিবহনের ঘাতক বাসটি (ঢাকা মেট্রো-ব ১৫-২৬৯১) আটক করেছে হাইওয়ে পুলিশ ।

 

সালনা হাইওয়ে (কোনাবাড়ি থানা) এসআই আদম আলী জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। তবে বাস চালক ও হেলপারকে আটক করা যায়নি। বাসটি আটক করা হয়েছে।

 

 

 

 

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap