কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে গণ শুনানি অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কালিয়াকৈর পৌরসভার সফিপুর সার্কেল অফিসের মাঠে ৯ নং ওর্য়াডের সেবা গ্রহিতাদের উপস্থিতিতে বার্ষিক গণ শুনানী অনুষ্ঠিত হয়।
জানা গেছে, কালিয়াকৈর পৌরসভার সহযোগীতায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বেসরকারী উন্নয়ন সংস্থা ” রিক” কর্তৃক বাস্তবায়িত পৌরসভার দরিদ্র পরিবারের জন্য হেলথ কার্ডের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য সেবা চালু রয়েছে।
বার্ষিক গণ শুনানীতে পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আহাদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কালিয়াকৈর পৌরসভার প্যানেল মেয়র সামসুল আলম সরকার, রিকের প্রজেক্ট কো- অর্ডিনেটর আব্দুস সবুর মিয়া, সাংবাদিক শহিদুল ইসলাম, সেন্ট্রাল হাসপাতালের ব্যবস্থাপক শাহআলম মিয়া, তানহা হেলথ কেয়ার হাসপাতালের ব্যবস্থাপক গোলাম মোস্তফাসহ সেবা গ্রহীতাবৃন্ধ। গণ শুনানীতে সেবাগ্রহীতারা স্বাস্থ্যসেবা প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করার দাবী জানান।