Lকালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত হলেন, উপজেলার উওর মৌচাক এলাকার আলী আহাম্মদের স্ত্রী আফসানা আক্তার (২৮)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, তাদের সংসারে বিধান প্রতিবন্ধি (৮) ও জিসান(৪) নামে দুটি ছেলে সন্তান রয়েছে। আলী আহাম্মদ স্থানীয় বাজারে মুদির দোকানে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছেন। পারিবারিক কলহের জের ধরে শুক্রবার রাতে আফসানা ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ঘরের দরজা বন্ধ পেয়ে সন্দেহ হলে বাড়ীর লোকজন সিলিং দিয়ে দেখতে পায় আফসানা ঝুলে রয়েছে। পরে পুলিশে খবর দিলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর থানার এসআই রনি কুমার সাহা জানান, লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে হত্যা নাকি আত্মহত্যা।