আজ ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আশুলিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে হেরোইন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাভার প্রতিনিধি:

 

 

সাভারের আশুলিয়া সাদা পলিথিনে মোড়ানো একটি প্যাকেটে করে ১ হাজার পুরিয়া হেরোইনসহ রাশেদ মোল্লা (৩৫) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

 

শনিবার মামলা দায়ের শেষে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

 

এর আগে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে আশুলিয়ার বগাবাড়ি এলাকার আমেরিকার প্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার রাশেদ মোল্লাহ আশুলিয়ার জামগড়া এলাকার রুকমউদ্দিনের ছেলে৷ তিনি দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে।

মোঃ হারুন-অর-রশিদ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে হেরোইন নিয়ে বগাবাড়ি এলাকার আমেরিকার প্লাজার সামনে বিক্রির উদ্দেশ্যে দাড়িয়ে আছে রাশেদ। পরে রাতে অভিযান চালিয়ে সাদা পলিথিনে মোড়ানো ১ হাজার পুরিয়া হেরোইনসহ তাকে আটক করা হয়৷

 

তিনি বলেন, গ্রেফতার রাশেদ বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য এনে আশুলিয়ায় বিক্রি করতো। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে ও তাকে আদালতেও পাঠানো হয়েছে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap